|
---|
নিজস্ব সংবাদদাতা,পাত্রসায়ের : পানপুকুর সানরাইজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার বেলা ১০টায় পাত্রসায়ের ব্লকের পানপুকু্র প্রাথমিক বিদ্যালয় শ্রেনী কক্ষে রক্তদান কর্মসূচি শুরু হয়। রক্তদান শিবিরটি উদ্বোধন করেন ডাক্তার প্রিয়দর্শী জস। এছাড়াও উপস্থিত ছিলেন আম্বার উলামার সেক্রেটারি, থানার ওসি ও ব্লক সভাপতি, সহ সভাপতি।এদিন মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বিষ্ণুপুর মহুকুমা হাসপাতালের টিম।পুরো কর্মসূচি টি তত্বাবধায়নে ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক রেজাউল করিম।