|
---|
নিজস্ব প্রতিনিধি,তমলুক:গত বেশ কয়েক আগে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গুজব ছড়িয়েছে ছেলে ধরা বিষয়টি নিয়ে ৷ বিষয় ভাইরাল হলেও সব কিছু মিথ্য গল্প গুজব ৷ এই বিষয়টি কে কেন্দ্র করে অনেকেই গন ধোলাই ও মৃত্যুর সম্মুখিন হতে হয়েছে ৷ তাই এই বিষয় কে সামনে রেখে আজ বেলা ১২ টার সময় সর্তক করছেন ভবানী থানার পুলিশ সহ পূর্ব মেদনীপুর পুলিশ প্রশাসন ৷ শুধু তাই নয় এই বিষয়ে গোটা মেদিনীপুরের পুলিশ এলাকায় এলাকায় গিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যে , গুজব ছড়াবেন না , নিজের হাতে আইন তুলে নিবেন না ৷ প্রয়োজনে যোগাযোগ করুন নিকটবর্তী থানায় ৷ এইভাবে প্রচার করা হয়েছে বলে জানা যায় ৷ এই সভাতে উপস্থিত ছিলেন সম্মানীয় পারিজাত বিশ্বাস ( এডিশনাল এস.পি হলদিয়া ) অতীশ বিশ্বাস ( এস.ডি.পি ও হলদিয়া ) মাননীয়া শ্রীমতী কুহুক ভূষণ ( এস .ডি ও হলদিয়া ) সম্মানীয় শ্যামল আদক ( পৌরপ্রধান ,হলদিয়া পৌরসভা ) সম্মানীয় সি. আই সাহেব ( মহিষাদল সার্কেল ) সম্মানীয় জামাল হোসেন ( আই .সি হলদিয়া ) সম্মানীয় রাজা মন্ডল (ও .সি ভবানীপুর থানা ) সম্মানীয় বিপ্লব হালদার ( ও .সি দুর্গাচক ) এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার ও জেলাপরিষদের সদস্য, সদস্যা ও গ্রাম পঞ্চায়েত ,ক্লাব কতৃপক্ষ সহ কোম্পানীর শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ ৷ খবর সূত্রে সাবির হোসেন আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে নিঃসন্ধেহে যাদের সঠিক পরিচয় কিংবা নিজের হাতে আইন তুলে না নেয় সেইজন্য এই সভার আয়োজন ৷ বিভিন্ন এলাকার মানুষ এই সভায় এসে ভীড় জমায় ৷ পরিশেষে বলেন যে , এই ঘটনায় অনেকেই মৃত্যুর সরবত পান করেছে আর নয় ৷তাই এই রকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সর্তক রাখছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসন ৷