|
---|
মাসুম আনসারি, সামশেরগঞ্জ:
ধুলিয়ান শহরের এই ড্রেন গুলো একশো বছরেরও বেশি সময়ের। শতাব্দীর প্রাচীন এই শহরে ডেঙ্গু, ম্যালেরিয়ার উৎপাত গত কয়েক বছর ভালই বেড়েছে।
শীত কমতেই নতুন করে শুরু হয়েছে আবার মশার উৎপাত। গ্রামবাসীদের অভিযোগ গোটা শহরের নিকাশি নালাগুলি উপচে পড়ছে। নোংরা জল উপচে এসে পড়ছে রাস্তায়। অথচ পৌরসভা কর্তৃপক্ষদের এ নিয়ে কোন মাথাব্যাথা নাই। নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার করা হলে এই অবস্থা হয় না। শুধু তাই নয়,নিকাশি নালাগুলিতে জীবানুনাশক স্প্রে করা হলেও মশা মাছি থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যেত ।
কিন্তু না হচ্ছে কই। সন্ধ্যাবেলাই শুধু নয়, দিনেও এক জায়গায় বেশিক্ষণ বসার উপায় নেই মশার জ্বালায়। অথচ পৌরসভার সাফাই কর্মী আছেন অন্তত ৩০০ থেকে ৪০০। তবুও নর্দমা সাফাই হয় না। এমনিতেই বর্ষার সময় জলে ডুবে থাকে সামশেরগঞ্জের বেশ কিছু জায়গা।