হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল মুরার‌ইয়ের জাহিদ

 

    মহঃ রিপন, মুরার‌ই

    ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা নলহাটির কয়থা গ্রামের জাকির শেখ। বুধবার সকাল থেকে মানসিক ভারসাম্যহীন ছেলে কাবুল শেখকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন কয়থার জাকির শেখ এর পরিবার। এদিক ওদিক খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি কাবুল শেখের। জাকির শেখ এর কথাই প্রতিটি আত্মীয়র বাড়িতে খোঁজখবর নেই কিন্তু কোথাও খুঁজে পাইনি ছেলেকে। বাধ্য হয়ে গ্রামের লোকের কাছে শরণাপন্ন হয় তারা একটি নিখোঁজ ডায়েরী করতে বলে থানায়। ঠিক সেই সময়ই দূতের মতো জাহিদ শেখ নামে এক ব্যক্তি আমার বাড়িতে আমার ছেলেকে নিয়ে আসে।জাহিদ শেখ এর কথায় ছেলেটি ভুল করে মুরার‌ই হরিশপুর রাস্তায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘোরাফেরা করছিল ওকে দেখেই সন্দেহ হয়েছিল ছেলেটি হয়তো পথ ভুল করেছে কাছে গিয়ে বাবা মায়ের নাম জিজ্ঞাসা করতে লাগলে সেরকম কিছুই বলতে পারছিল না তখনই আমি জানতে পারি নলহাটির একটি ছেলে হারিয়ে গেছে সাথে সাথে নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আরিফের সাথে যোগাযোগ করি আরিফ শেখের সহায়তায় ছেলেটিকে শেষ পর্যন্ত তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। জাহিদ শেখ ও আরিফ শেখের এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে সমাজের বহু মানুষ।