|
---|
নতুন গতি প্রতিবেদক, মালদা: গতকাল মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ব্লাড ডোনেশন ক্যাম্প। মালদা জেলার গোলাপগঞ্জ বাস স্টান্ডে “মালদা ব্লাড আর্মি” গোলাপগঞ্জ শাখার এবং “আনন্দমঠ ট্রাস্ট” এর সহযোগিতায় এক সুষ্ঠ পরিবেশ নিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্ত দান শিবির।
এই দিন এই রক্ত দান শিবিরের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন গোলাপগঞ্জ হাসপাতালের ভারপ্রাপ্ত ডাক্তার মাননীয় মনোরঞ্জন বিশ্বাস। তিনি রক্ত দাতাদের প্রতি বলেন “আপনারাই আমাদের দেশের ভবিষ্যৎ, রক্ত কোনো কারখানায় তৈরী হয়না তাই আসুন এবং রক্ত দান করে আরো মানুষদের উৎসাহিত করুন। আপনার রক্ত দানে একটি জীবন বাঁচান এবং তার পরিবারের মুখে হাসি ফোঁটান।”
এই দিন এই রক্ত দান শিবিরে রক্ত দান করেন প্রায় ৮৩জন রক্ত দাতা এবং অনেক মানুষ সময়ের কারনে ফিরে যান । বাংলাদেশ বর্ডার এলাকার একদম গ্রামাঞ্চলে এতো সুন্দর পদক্ষেপকে সাধুবাদ জানায় মালদা ব্লাড ব্যাংক ও উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা।
এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ব্লাড আর্মির সদস্যগণ। উপস্থিত ছিলেন মাননীয় বিশ্বনাথ রায়, চিন্ময় দাস, যুবরাজ ত্রিবেদী, চন্দ্রশেখর লালা, সুজিত সিংহ, মাখন চন্দ্র দাস, অরুপ রায় , সন্তোষ মন্ডল, সৌমেন দাস, সঞ্জয় মন্ডল, তাবারক হোসেন, প্রমুখ ব্যাক্তিবর্গ।
মালদা ব্লাড আর্মি পক্ষ থেকে বিশ্বনাথ বাবু বলেন ” আমরা ভাবিনি এইরকম গ্রামাঞ্চলে ১০০এর মতো রক্তদাতা পাবো, আমাদের এই কাজ চলতে থাকবে আমাদের টিম এর সমস্ত মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছি আমরা, আগামীতে সমাজের জন্য আরও ভালো কাজ করার জন্য এগিয়ে যাবো আমরা।” রক্তদাতারাও সুস্থভাবে এই সুষ্ঠ পরিবেশে রক্ত দিতে পেরে ভীষণ খুশি।