|
---|
নবাব মল্লিক, নতুন গতি, রায়দিঘী: সময় যত যাচ্ছে বুলবুলে ধ্বংসলীলার চিত্র ক্রমশ প্রকাশ পাচ্ছে। বুলবুলের কারণে সরকারি হিসাবে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় প্রায় ২ লক্ষ ৭৩ হাজার মানুষ আক্রান্ত। তার মধ্যে ১ লক্ষ ৭৮ মানুষকে ক্যাম্পে রাখা হয়েছে। ইতিমধ্যেই ক্যাম্প খোলা হয়েছে ৯টি জায়গায়। রাজ্যে মৃত ছয়।
ইতিমধ্যেই দূর্গত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে। রায়দিঘীতে ইতিমধ্যেই পৌঁছে গেছে ত্রাণ সামগ্রী। প্রথমে ত্রিপল, শুকনো খাবার পর্যাপ্ত না থাকলেও গভীর রাত পর্যন্ত জেগে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাধ মিলিয়ে এলাকার জণনেতারা কাজ করেছেন বলে জানা যাচ্ছে। জেলার বন ও ভূমি কর্মাধক্ষ্য শান্তনু বাপুলী, যুবনেতা উদয় হালদার রাত ১০ টা পর্যন্ত জেগে নন্দকুমারপুরে নদীবাধ পরিদর্শন করেছেন। অপরদিকে মথুরাপুর দুই নং ব্লকের ব্লক সভাপতি অলোক জলদাতা তিনি সারারাত জেগে ক্যাম্প গুলিতে দুর্গত মানুষদের পাশে ছিলেন। পিছিয়ে ছিলেন না প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলিও।