আর এক সপ্তাহ,তার পরেই পুরসভা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:-আর এক সপ্তাহ,তার পরেই পুরসভা নির্বাচন,সব রাজনৈতিক দলগুলির মধ্যেই চরম উত্তেজনা,শেষটা ভালো হোক চাইছেন সবাই,অথচ বাধ সাধছে আবহওয়া,প্রচন্ড ঠান্ডা এবং হাওয়া সাথে বৃষ্টি,প্রচারের ব্যাপারটাই কেমন যেন থেমে আসছে,সব হেভিওয়েট নেতার কাছেই বৃষ্টি হয়ে গেছে এক মাথা ব্যাথার কারন,অশোক ভট্টাচার্য্য,গৌতম দেব এবং সূজয় ঘটক সবারই এক চিন্তা বৃষ্টি,আবহওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টি হতে পারে দশ এগারো তারিখেও,বৃষ্টির কারনেই সমস্যা তৈরী হচ্ছে বাড়িতে বাড়িতে পৌছাতে দলীয় কর্মীদের একে ঠান্ডা তার উপরে বৃষ্টি কাজ অনেকটাই থমকে যাচ্ছে সব দলেরই,তবুও আগামী দশ তারিখ পযর্ন্ত প্রচার তাই সবাই একটা চেষ্টা করছেন যাতে বাড়িতে বাড়িতে ভোটারদের slip দেওয়া যায়।কারন দশ তারিখের পরে আর প্রচার করা যাবে না,এক তৃণমূল প্রার্থী জানালেন বহু ওয়ার্ডের ভোটার আছেন যারা বাইরে থাকেন তাদেরকেও ভোটার slipপৌছে দিতে হবে,কিন্তুু আবহওয়া এতটাই খারাপ যে অনেকটাই দেরী হয়ে যাচ্ছে এই কাজ করতে।এখন সবারই এক চিন্তা এই কটাদিন যেন আবহাওয়া ভালো থাকে কারন বৃষ্টি যদি আবার বাধ সাধে তবে ভোটারেরা অনেকেই ভোট দিতে আসবে না।তাই সবার একটাই প্রার্থনা আগামী 12তারিখ পযর্ন্ত যেন বৃষ্টি না হয়।আর এক সপ্তাহ,তার পরেই পুরসভা নির্বাচন,সব রাজনৈতিক দলগুলির মধ্যেই চরম উত্তেজনা,শেষটা ভালো হোক চাইছেন সবাই,অথচ বাধ সাধছে আবহওয়া,প্রচন্ড ঠান্ডা এবং হাওয়া সাথে বৃষ্টি,প্রচারের ব্যাপারটাই কেমন যেন থেমে আসছে,সব হেভিওয়েট নেতার কাছেই বৃষ্টি হয়ে গেছে এক মাথা ব্যাথার কারন,অশোক ভট্টাচার্য্য,গৌতম দেব এবং সূজয় ঘটক সবারই এক চিন্তা বৃষ্টি,আবহওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টি হতে পারে দশ এগারো তারিখেও,বৃষ্টির কারনেই সমস্যা তৈরী হচ্ছে বাড়িতে বাড়িতে পৌছাতে দলীয় কর্মীদের একে ঠান্ডা তার উপরে বৃষ্টি কাজ অনেকটাই থমকে যাচ্ছে সব দলেরই,তবুও আগামী দশ তারিখ পযর্ন্ত প্রচার তাই সবাই একটা চেষ্টা করছেন যাতে বাড়িতে বাড়িতে ভোটারদের slip দেওয়া যায়।কারন দশ তারিখের পরে আর প্রচার করা যাবে না,এক তৃণমূল প্রার্থী জানালেন বহু ওয়ার্ডের ভোটার আছেন যারা বাইরে থাকেন তাদেরকেও ভোটার slipপৌছে দিতে হবে,কিন্তুু আবহওয়া এতটাই খারাপ যে অনেকটাই দেরী হয়ে যাচ্ছে এই কাজ করতে।এখন সবারই এক চিন্তা এই কটাদিন যেন আবহাওয়া ভালো থাকে কারন বৃষ্টি যদি আবার বাধ সাধে তবে ভোটারেরা অনেকেই ভোট দিতে আসবে না।তাই সবার একটাই প্রার্থনা আগামী 12তারিখ পযর্ন্ত যেন বৃষ্টি না হয়।