| |
|---|
সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি আছেন দীপ্তেন্দু দত্ত নামক এক সংবাদকর্মী তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এলেন গৌতম দেব তিনি তার দ্রুত আরোগ্য কামনা করে জানালেন অত্যন্ত প্রতিভাধর সাংবাদিক ও।দুর্ভাগ্যক্রমে এত বড় চোট পেয়ে গেল।এই সময়ে ওর চোট পাওয়াটা শিলিগুড়ির সংবাদ প্রিয় মানুষের কাছে অত্যন্ত ক্ষতিকর।তাই আজ একটু ওর সাথে কথা বলে গেলাম,ও এখন একটু ভালো আছে,কথা বলতে পারছে,তবে সময় লাগবে।আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি ভগবানের কাছে।গৌতম দেব এদিন ওই সাংবাদিকের পরিবারের সাথে কথা বলে তাদের সবরকমের সাহায্যের কথা দিয়ে আসেন।তিনি ওই বেসরকারী নার্সিংহোম কতৃপক্ষের সাথে কথা বলে তার চিকিৎসার ব্যাপারে খোজ নেন।গৌতম দেব জানান প্রয়োজন হলে আমি আবার আসবো,আমি ওকে বলেছি যেকোন দরকারে ফোন করতে।সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি আছেন দীপ্তেন্দু দত্ত নামক এক সংবাদকর্মী তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এলেন গৌতম দেব তিনি তার দ্রুত আরোগ্য কামনা করে জানালেন অত্যন্ত প্রতিভাধর সাংবাদিক ও।দুর্ভাগ্যক্রমে এত বড় চোট পেয়ে গেল।এই সময়ে ওর চোট পাওয়াটা শিলিগুড়ির সংবাদ প্রিয় মানুষের কাছে অত্যন্ত ক্ষতিকর।তাই আজ একটু ওর সাথে কথা বলে গেলাম,ও এখন একটু ভালো আছে,কথা বলতে পারছে,তবে সময় লাগবে।আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি ভগবানের কাছে।গৌতম দেব এদিন ওই সাংবাদিকের পরিবারের সাথে কথা বলে তাদের সবরকমের সাহায্যের কথা দিয়ে আসেন।তিনি ওই বেসরকারী নার্সিংহোম কতৃপক্ষের সাথে কথা বলে তার চিকিৎসার ব্যাপারে খোজ নেন।গৌতম দেব জানান প্রয়োজন হলে আমি আবার আসবো,আমি ওকে বলেছি যেকোন দরকারে ফোন করতে।


