|
---|
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ প্রতি বৎসরের ন্যায় এবৎসরও ৩ ফাল্গুন বৃহস্পতিবার, মেদিনীপুর খানকাহ শরীফে হযরত সৈয়দ শাহ মোরশেদ আলি আলকাদেরী আল বাগদাদি যিনি মওলা পাক নামে খ্যাত, তাঁর ১২১তম বাৎসরিক উরশ মোবারক বুধবার সারারাত ব্যাপী মহাসাড়ম্বরে পালিত হল। সমগ্র অনুষ্ঠানটি মেদিনীপুরের পীর সাহেব সাজ্জাদানশীন তথা উজবেকিস্তানে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত হযরত অধ্যাপক ড. সৈয়দ মানাল শাহ আলকাদেরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
হযরত মওলা পাক এপার ও ওপার দুই বাংলার সুবিখ্যাত পীর ও ওয়ালী এ কামেল ছিলেন। তাঁর দোয়ায় এদিনের উরশ উৎসবে কয়েক হাজার মানুষ সামিল হন। রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই উরশ উৎসবটি পালন করা হয়। পীর সাহেব হযরত সৈয়দ মানাল শাহ আল কাদেরী সাহেব তেলাওয়াতে কুরআনের মাধ্যমে উরশ উৎসবের সূচনা করেন। তার পর মিলাদ শরীফ পাঠ করা হয়। এরপর বক্তব্য রাখেন উলামায়ে কেরামগণ। যার মধ্যে ছিলেন নায়েব সাজ্জাদানশীন পীরজাদা হযরত ড. সৈয়দ মহম্মদ একবাল শাহ আলকাদেরী, মাওলানা মফিজুল রহমান, মাওলানা ইমরান শফি ও সৈয়দ আক্তারুল হক। সবার শেষে বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্বের উপর জোর দিয়ে বিশেষ দোয়া করেন হুজুর সৈয়দ মানাল শাহ আল কাদেরী।