গরু পাচার কান্ড: এনামুল হককে গ্রেপ্তার করল ED রাজনীতি 19 February 2022 by নতুন গতি নতুন গতি নিউজ ডেস্ক: এনামুল হককে গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজই দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা হবে এনামুলকে। আদালতে পেশ করে ইডি এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত।