মাঝ পথে বিকল বাস, ৩-৪ ঘন্টা পরও বিকল্প গাড়ি না পেয়ে হা হুতাশ যাত্রীরা

শিলিগুড়ি: শিলিগুড়ি-গৌহাটি দূরপাল্লার যাত্রী বোঝাই বাস বিকল জলপাইগুড়ি বাইপাস গোসালা মোড় সংলগ্ন মাঝ রাস্তায়, ৩-৪ ঘন্টা পরও বিকল্প গাড়ি না পেয়ে হা হুতাশ যাত্রীদের। কেউ আবার খাওয়ার টাকা জোগাড় করতে বাসের চাকা খুলে নিয়ে বিক্রি করার চেষ্টা করলো। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।

    জানা গেছে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে গৌহাটির উদ্দেশ্য রওনা হয় একটি বাস। জলপাইগুড়ি বাইপাস সংলগ্ন গোসলা মোড় এলাকায় বাসটি বিকল হয়ে যায়। অন্ধকার ময় রাস্তায় বাস টি বিকল হওয়ায় বাস টিকে ঠেলে যাত্রীরাই জলপাইগুড়ির গোশালা মোড়ে নিয়ে আসেন। যাত্রীদের অভিযোগ প্রায় ৩-৪ ঘন্টা ধরে অপেক্ষায় থাকলেও মালিক অন্য গাড়ি জোগাড় করে দেন নি। ফলে মহিলা শিশু সহ সমস্ত যাত্রীই দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে দুই একজন অত্যাধিক টাকা খরচ করে গাড়ি ভাড়া ফিরে গেলেও বেশীরভাগ যাত্রীর কাছে ছিল না টাকা। বেশ কয়েকজনের কাছের খাওয়ার টাকা নেই বলে দাবি করছে। এর ফলে তারা বাসেএ চাকা খুলে বিক্রির জন্য দোকানে দোকানে ঘুরছে চাকা নিয়ে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ গেলেও তারা কোন সাহায্য করেনি বলে অভিযোগ বাস যাত্রীদের।