জলপাইগুড়ি জেলার শারীরিক প্রতিবন্ধী সুস্মিতা মন্ডল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী রাজ্য শিক্ষা 12 February 2019 by নতুন গতি আতাউল্লাহ আহমেদ,নতুন গতি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার সুস্মিতা মণ্ডল শারীরিক ভাবে অক্ষম। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। পায়ে লিখে পরীক্ষা দিয়েছে বলে সূত্রের খবর। সবাই শুভকামনা দিয়েছেন ওর জন্যে।