আন্তর্জাতিক ২১শে মাতৃভাষা পদক সম্মান সম্মানিত হলেন আব্দুল করিম

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৪ উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে চর নিকেতন বিশ্ব কুঠির মিলনায়তনে কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার এর সভাপতিত্বে দুই বাংলার কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য জনাব গোলাম ফারুক প্রিন্স, উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও গবেষক কবি মজিদ মাহমুদ, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন শিক্ষাবীদ ও সমাজ সেবক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অনুসন্ধানী সংবাদিক উৎপল মির্জা, দৈনিক সিনসার সম্পাদক এস, এম মাহবুব আলম বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন শহীদ আমিনুদ্দিন আইন কলেজের অধ্যক্ষ মরমী কবি আজিজুল হক, বিশেষ অতিথি ভারত থেকে আগত শিশু সাহিত্যিক ও ইতিহাসবীদ আব্দুল করিম, কবি ও সাংবাদিক এস এম রাজা। কবি শাওন সগীর সাগর এর প্রাণবন্ত আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। ভারত বাংলাদেশের আগত কবিরা আবৃত্তি ও কবিতা পাঠ করেন। শেষে আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন উত্তম কুমার দাস প্রমুখ শিল্পীবৃন্দ। ঐদিন সকালে সকল আমন্ত্রিত কবি সাহিত্যিকদের সমন্বয়ে রিজার্ভ বাসযোগে চর নিকেতন বিশ্বকুঠির মিলনায়তনে গিয়ে শোভাযাত্রা ও দিনব্যাপী সাহিত্য আড্ডা, আলোচনা, আন্তর্জাতিক মাতৃভাষা পদক/ সম্মাননা প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক কবি জেবুন্নেছা ববিন। উক্ত অনুষ্ঠানে ও ২টি পর্বে বিভিন্ন জেলার এবং ভারতীয় কবি, সাহিত্যিকবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাতৃভাষা বাংলাকে নিয়ে যারা নিরলস সাহিত্য সাধনা, সমাজসেবা, অনুসন্ধানী সাংবাদিকতা চিকিৎসা ও মানবতার সেবায় নিয়োজিত আছেন তাদের মধ্য থেকে ৫ জনকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৪ ও ৬ জনকে ২১শে স্মারক সম্মাননায় ভূষিত করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন- মাহাতাব উদ্দিন বিশ্বাস, প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ, চিকিৎসক ও সমাজসেবক আব্দুল করিম, শিশু সাহিত্যিক , কবি নিত্য গোপাল বিশ্বাস, নড়াইল শিশু সাহিত্যিক কলকাতা ভারত, মধুসূদন মজুমদার, পাবনা ধর্মীয় সাহিত্যে ২১শে স্মারক সম্মাননা ২০২৪ পেলেন- শাওন সগীর সাগর,ভাস্কর্য ও চিত্রশিল্পী, মানিকগঞ্জ; মিথিলা মুখোপাধ্যায়, শ্রুতিনাট্যশিল্পী, কলিকাতা, ভারত; সাহানা আক্তার বানু -কবি ও উপন্যাসিক,পাবনা; রঞ্জনা ভঞ্জ-শ্রুতিনাট্যশিল্পী কলিকাতা, ভারত; হাসিবুর রহমান পিন্টু কাব্যসাহিত্যে- রাজশাহী; উত্তম কুমার দাস- চারণ কবি ও কণ্ঠশিল্পী, পাবনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন- মাজহারুল ইসলাম, পরিচালক ওসাকা, ড. মনছুর আলম, কবি ও সাংবাদিক এস, এম রাজা, লেখক সাজেদুল হক নীলু চেয়ারম্যান, কবি মকলেস মুকুল প্রমুখ। দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজনের পরবিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বাংলার কবি, শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি, গান, শ্রুতিনাটক এ চর নিকেতন প্রাঙ্গন ভরে ওঠে সাহিত্যের মিলনমেলায়। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনের আদলে পাবনা শহর থেকে ১২ কিলোমিটার দূরে চরগড়গড়িতে বরেণ্য কবি মজিদ মাহমুদ গড়ে তুলেছেন চর নিকেতন শিক্ষাপল্লী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক জেবুন্নেছা ববিন, আবৃত্তি শিল্পী শাওন সগীর সাগর ও সভাপতি মানিক মজুমদার। পাবনা সহ দেশ-বিদেশের বিভিন্ন জেলার শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক সহ সর্বস্তরের সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে সম্পন্ন হয় কবি সমাবেশ। ২০ ফেব্রুয়ারি পাবনার দর্শনীয় স্থানগুলো পরিদর্শন, সন্ধ্যায় মাসব্যাপী বইমেলায় অংশগ্রহণ এবং ২১ ফেব্রুয়ারিতে প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রবীণ এবং প্রয়াত কবি সাহিত্যিকদের মাজার জিয়ারত দোয়া মাহফিল, ২২ ফেব্রুয়ারি সকালে আমন্ত্রিত অতিথিদের নিয়ে পদ্মা পেরিয়ে কুষ্টিয়া শিলাইদহ কুটিবাড়ী, লালন শাহ মাজার, মীর মশাররফ হোসেন এর বাস্তুভিটা পরিদর্শন করে সন্ধ্যায় পাবনা ফিরে আসার মাধ্যমে সম্পন্ন হলো ৫দিন ব্যাপী ৭২তম শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। ছবি- সংযুক্ত