|
---|
সংবাদদাতা : বাংলাদেশের জনপ্রিয় নাসিদ শিল্পী আবু রায়হানকে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সম্মাননা প্রদান করেন অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান। ছাত্রদের অনুরোধে আবু রায়হান ফ্রন্টপেজ অ্যাকাডেমির গার্লস ও বয়েজ ক্যাম্পাসে সংগীত পরিবেশন করেন। একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে দেশে ফেরার সময়ে ফ্রন্টপেজ অ্যাকাডেমি পরিদর্শন করেন।