চাকরি বিক্রির প্রতিবাদে এবং দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী-আমলার শাস্তির দাবিতে এ বার পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা : রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে ‘অরাজকতা’, টাকার বিনিময়ে চাকরি বিক্রির প্রতিবাদে এবং দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী-আমলার শাস্তির দাবিতে এ বার পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। দক্ষিণ কলকাতার ২৬টি থানায় সোমবার ওই বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র দিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। দাবিপত্র দেওয়ার আগে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ-সভা করে কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের বক্তব্য, ‘‘এই রাজ্যে শিক্ষামন্ত্রীর আসনে এক সময়ে ছিলেন নিকুঞ্জ বিহারী মাইতি, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বেরা। এর এখন ওই চেয়ার কারা অলঙ্কৃত করছেন?’’ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। তৃণমূলের নেতা তাপস রায় অবশ্য বলেন, কংগ্রেস-সহ অন্যান্য দলের বিরুদ্ধে অন্যত্র বা অন্য সময়ে যে অভিযোগ আছে, তার জবাব দিয়ে প্রতিবাদে নামলে ভাল হয়।