|
---|
বাবু হক, হাওড়া:
বিচার বিভাগীয় কর্মচারীদের চারটি সংগঠন একত্রিত হয়ে গঠিত হয়েছে যৌথ মঞ্চ । এই যৌথ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চতুর্থ বার্ষিক সম্মেলন হয়ে গেল মেদিনীপুর জেলা জাজেস্ কোর্ট প্রাঙ্গণে । বিগত দিনগুলোতে সরকারি আদেশনামা থাকা সত্ত্বেও কর্মীদের নায্য প্রাপ্যটুকু আদায়ের ক্ষেত্রে দেখা গেছে আমলাতান্ত্রিক জটিলতা ও সহজ বিষয়কে জটিল করে দেখানোর অভ্যাস। এর ফলে কর্মীরা বঞ্চিত থেকেছেন । এর পাশাপাশি একাংশ আমলার শোষনের মানসিকতা , অন্যায় বদলী , অমানবিক ভাবে কর্মীদের ব্যাক্তিগত স্বার্থে ব্যবহার করা ইত্যাদিও চলে এসেছে ধারাবাহিক ভাবে । ফলে বিচ্ছিন্ন ভাবে না থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি , প.ব. রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন , প্রসেস সার্ভার কমিটি এবং আদালত কর্মচারীদের অধিকাংশ ঐক্যবদ্ধ হয়ে যৌথ মঞ্চের মাধ্যমে অনেক দাবি আদায় করে নিতে সক্ষম হয়েছেন , আধিকারিকদের কাছ থেকেও তুলনামূলক ভাবে ভালো ব্যবহার পাচ্ছেন ।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা , রাজ্য ও সর্বভারতীয় নেতৃবৃন্দ । পার্থপ্রতিম দাস , রামপ্রসাদ চ্যাটার্জী , পরিমল বেরা , বিভাস মন্ডল ইত্যাদি জেলা নেতৃবৃন্দের পাশাপাশি সর্বভারতীয় সভাপতি ড: অনুরাগ শ্রীবাস্তব , সম্পাদক সঞ্জয় সুরোথিয়া , হরপ্রীত সিং প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সম্মেলনের সাফল্য কামনা করছেন পশ্চিম মেদিনীপুর জেলা ও দায়রা জজ মাননীয়া শ্রীমতী অনন্যা বন্দোপাধ্যায় , গভর্নমেন্ট প্লীডার সুকুমার পড়্যা , মেদিনীপুর বার অ্যাসোসিয়েশন সভাপতি অলক মন্ডল , ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন সম্পাদক অরূপ ভার্মা ছাড়াও বিশিষ্ট আইনজীবী ও ল-ক্লার্কগন ।