|
---|
আসিফ আলম,মুর্শিদাবাদ :
গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীয়া দপ্তর কর্তৃক আয়োজিত হয় রঘুনাথগঞ্জ ২ ব্লক, “ছাত্র যুব উৎসব ২০১৮-১৯”। উদ্বোধন করেন বিধায়ক আখরুজ্জামান সাহেব।
উপস্থিত ছিলেন অনুষ্ঠানের চেয়ারম্যান শাহিন সিদ্দিকী মহাশয় সভাপতি, পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব সহ বিশিষ্ট অতিথি গণ।.
উক্ত অনুষ্ঠানে বসে আঁকো, নিত্য, গান, কুইজ ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়।সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন বিধায়ক আখরুজ্জামান সাহেব, শাহিন সিদ্দিকী মহাশয়া আলিয়ারা বিবি এবং সইদুল আলম মহাশয়। পরিশেষে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠান শেষ করা হয় ।