বীরভূমের নানুরে বিজেপি নেতা খুনের ঘটনায় বিজেপির বিক্ষোভ ও এস.পি অফিস ঘেরাও সিউড়িতে

নিশির কুমার হাজরা,বীরভূম: নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামের বিজেপি কর্মী স্বরূপ গড়াই এর মৃত্যুর প্রতিবাদে এস.পি অফিসের সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে।প্রতিবদী কন্ঠে বীরভূম বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে কয়েক শত বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ কর্মসূচীতে অগণিত সাধারণ মানুষের সামিল হতে দেখা যায় বীরভূম জেলা প্রশাসন ভবনের সামনে বলে সূত্রের খবর।

    প্রসঙ্গত, গত ৭সেপটমবর রাতে রামকৃষ্ণপুর গ্রামে থুপসরা
    পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী স্বরূপ_গড়াই কে গুলি করে হত্যা করা চেষ্টা করে
    তৃণমূলের সন্ত্রাস বাহিনীর দল। অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি পরিবারের সদস্যরাও। সরোজমিনে তদন্তে গেছেন বীরভূম জেলার বিজেপির প্রতিনিধি দল।
    পরিদর্শন করে আশ্বাস দেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই এই কথা বলেছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ_মণ্ডল। কিন্তু ওই নেতা মৃত্যুর ঘটনা ঘটলেও বীরভূম প্রশাসন নিরব ভূমিকা পালন করার কারনে জেলা বিজেপি নেতৃত্বের ঘুম উড়ে যাই।অপরাধীদের শাস্তি তো দুরের কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমের এসপি শ্যাম সিং কে পুরস্কার দিয়েছেন সুকৃতির সম্মান হিসেবে বলে সংবাদ মাধ্যমের খবর।