|
---|
নতুন গতি,রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ গত ২৭ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগনগ্ৰামের ১৯৭ নম্বর বুথ সভাপতি সঞ্জিত ঘোষ দুষ্কৃতীদের হাতে নিহত হন। শুক্রবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন। এইদিন নিগনগ্ৰামে নিহত তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের স্মরণ সভা ছিল। এই স্মরণ উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এই সভা থেকে হুঁশিয়ারি দিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। তিনি পোস্টটি জানালেন মার্ডার কিসে যারা আসামি রয়েছে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না সাজা তারা পাবেই। এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাবাও আসামীদেরকে জেল থেকে ছাড়াতে পারবে না। তিনি এও জানান খেলা হবে, খেলা হবে, একুশ সালে খেলা হবে। পাশাপাশি তার পরিবারের আর্থিক সাহায্য করে যান তিনি। কিছু যুবক সেই সভার ছবি তুলতে গিয়ে নির্মীয়মান বাড়ির উপর থেকে ইটের দেয়াল ভেঙে পড়ে। সেই ইটের ঘায়ে গুরুতর আহত হয় তিনজন শিশুসহ মোট ৬ জন।* তড়িঘড়ি মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী ও নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসে সভাপতি ধ্রুব ভট্টাচার্য, স্থানীয় একটি চিকিৎসা নিয়ে গিয়ে চিকিৎসা করান। ওই সমস্ত পরিবারদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী।