দলীয় রণকৌশল ঠিক করতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: সামনে বিধানসভা ভোট, আর এই জন্য রাজ্য রাজনীতি তুঙ্গে। রণ দলীয় কৌশল স্থির করতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করলেন। এই বৈঠকে বলেন সামনে মাসের প্রথম দিন থেকেই দলের কর্মী থেকে শুরু করে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এর পাশাপাশি বিক্ষুদ্ধদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে দিলেন নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

    এই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি হাজির থাকবেন সশরীরে ও ভার্চুয়ালি বেশ কিছু বিধায়ক, সাংসদ ও সাংগঠনিক পদাধিকারীরা। লতি সপ্তাহেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। এমনকি দলের দুই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, দলে ভালো লোকেরা কাজ করতে পারছে না। তার এই মন্তব্যের পরে দল তাকে শোকজ করেছে। যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা এরকম মন্তব্য ভোটের আগেও চলতে থাকলে আখেরে ক্ষতি রাজ্যের শাসক দলের।