এক আলোচনা সভা অলবেঙ্গল মাইনোরিটি উদ্যোগে।

সংবাদদাতা : ৮ফেব্রুয়ারী, বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফ মুন্সি গনিমতুল্লা হুজুরের মাটির প্রাচীন দহলিজে এক আলোচনা সভা হয়ে গেল‌ মুন্সিজি হুজুরের জীবনি নিয়ে, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। উনার জীবনী নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,উনি মানিকতলা ফতেহ আলি ওয়াইসি হুজুরের একজন অন্যতম প্রধান খলিফা ছিলেন। উনি প্রখ্যাত ফারসিবিদ বহু দিকপাল ছাত্র উনার সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, তাঁর উল্লেখযোগ্য ছাত্র মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেজলাহুজুর পিরকেবলা। দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্না,উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সম্পাদক নাজিবুল হক মল্লিক, লেখক এ টি এম রফিকুল হাসান, নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী, মাদ্রাসার ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি সিয়ামত আলি, সৈয়দ আলি মোর্তজা আরও অন্যান্য সম্মানিয় উলামায়ে কেরাম গন।