বর্ধমান শহরে একটি সর্ববৃহৎ ৪০০ শয্যার হসপিটাল উদ্বোধন হলো

সেখ মনোয়ার হোসেন, বর্ধমান : আজ ৮ই মার্চ শুক্রবার ২০২৪ বর্ধমান শহরের উপকণ্ঠে নবাব হাট জিটি রোডের উপর “আহাদ মাল্টি স্পেশালিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড” শুভ উদ্বোধন হলো। হসপিটালের ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধায়ক মাননীয় নিশিথ পরামানিক মহাশয়। উক্ত মহতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান শহরের অর্থাৎ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ড সিরাজুল ইসলাম, হসপিটালের ডিরেক্টর হাসিব আলম ও আহাদ মাল্টি স্পেশালিস্ট হসপিটালের প্রেসিডেন্ট ডাক্তার আমিনুল ইসলাম মহাশয়, এবং শহরের বিশিষ্ট ডাক্তার বর্গ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বেশ কয়েকজন কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান ,পঞ্চায়েত সমিতির সদস্য, বর্ধমান শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহেন্দ্র সিং সালুজা, বিশিষ্ট সমাজসেবী মেহবুবুল হক সাহেব এবং বিশিষ্ট সমাজ সেবি সেখ মনোয়ার হোসেন প্রমুখ।

    আহাদ মাল্টি স্পেশালিটি হসপিটাল এর ডিরেক্টর হাসিব আলম জালালের যে এই হসপিটাল ৪০০ শয্যার হসপিটাল এখানে সকল ধরনেরই চিকিৎসা পাওয়া যাবে, এই হসপিটাল তৈরীর পিছনে তার বাবা স্বর্গীয় ইদ্রিস আলম যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ সকার হল। মানুষের সেবা করাই এই হসপিটালের মূল লক্ষ্য হবে, বর্ধমান রেল স্টেশনের ও বাসস্ট্যান্ডের পাশে এই হসপিটাল অবস্থান থাকার ফলে বাঁকুড়া ,বীরভূম, হুগলি, পুরুলিয়া, নদীয়া ,মুর্শিদাবাদ ও ঝাড়খন্ড, বিহার ,আসাম দারিদ্র সীমার নিচে বসবাস করি রোগীদের প্রভূত সেবা দেওয়া যাবে। এছাড়াও একটি নার্সিং কলেজ যুক্ত থাকায় রোগীদের সেবা দানের ক্ষেত্রে প্রভূত উপযোগী ব্যবস্থা গ্রহণ করা যাবে।