|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির রামগোপালপুর বাজারে প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডলের উদ্দ্যোগে ওই প্রস্তুতি সভার আয়োজন। যেখানে এলাকার হাজার হাজার তৃণমূল কর্মী যোগদান করেন। জানা গেছে, আগামী ১০ ই মার্চ কোলকাতার বিগ্রেড জনগর্জন সভার আয়োজন করেছেন তৃনমূল সুপ্রিম মমতা ব্যানার্জ্জী। সেই সভাকে সফল করতেই সংখ্যালঘু সেলের ওই আয়োজন। উদ্দ্যোক্তাদের দাবী, লাগাতার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা করছে। তাছাড়াও ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাছাড়াও বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ওই জনগর্জন সভা।