|
---|
সেখ সামসুদ্দিন, ৭ মার্চ : মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ১০ মার্চ জনগর্জন সভায় ব্রিগেড চলো ডাকে প্রস্তুতি সভা । মেমারি বামুনপাড়া মোড়ে শহর তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহঃ ইসমাইল, জেলা তৃণমূল আই এন টি টি ইউ সি সভাপতি সন্দীপ বসু, জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি মহঃ সাদ্দাম, মেমারি পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিত বাগ, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান মোস্তফা কামাল মল্লিক সহ সকল ওয়ার্ডের সভাপতি গন ও কর্মী সমর্থক বৃন্দ।