মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে জামালপুরে ছাগল বিতরণ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। জামালপুর ব্লক প্রানী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ৭ মার্চ জামালপুর সমষ্টি উন্নয়নের কার্যালয় থেকে ১০০টি ছাগল বিনামূল্যে বিক্রি করা হয়। বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উদ্যোগ নিয়েছেন, সেইসব প্রকল্পের বাস্তবায়ন ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দর্শনকে আক্ষরিক অর্থে বাস্তবায়ন করার জন্য জামালপুর ব্লক ও প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে নিরন্তর প্রয়াস চালানো হচ্ছে। এদিন জামালপুর ব্লকের ১০ টি অঞ্চলে ১০টি করে ছাগল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক প্রাণিসম্পদ দফতরের আধিকারিক, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। মেহমুদ খান জানান, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই ছাগল প্রদান করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের স্বনির্ভর করার কথা বলছেন এবং সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন। এই ছাগল প্রতি পালন করে আর্থিক দিক থেকে লাভবান হবেন মহিলারা । মহিলাদের ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ও অর্থনৈতিকভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ।