পরিসেবার হাল ফেরানোর পাশাপাশি শহরকে জঞ্জাল ও যানজট মুক্ত করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল ইংলিশবাজার পুরসভার প্রশাসকমণ্ডলী

সংবাদদাতা, মালদহ: নাগরিক পরিসেবার হাল ফেরানোর পাশাপাশি শহরকে জঞ্জাল ও যানজট মুক্ত করতে এবং সুষ্ঠু নিকাশি ব্যবস্থার লক্ষ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিল ইংলিশবাজার পুরসভার প্রশাসকমণ্ডলী। এই সিদ্ধান্তগুলি নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থে ব্যাপক প্রচার শুরু হয়েছে পুরসভা এলাকায়। পাশাপাশি সিদ্ধান্ত না মানলে পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানালেও সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিষয়টি কতখানি কার্যকরী হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশাও রয়েছে নাগরিকদের।

    বর্তমানে ইংলিশবাজার পুরসভায় প্রশাসকের দায়িত্বে রয়েছেন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। তিনি বলেন, বাঞ্ছিত পরিসেবার স্বার্থেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলি সম্পর্কে নাগরিকদের অবহিত করতে ইতিমধ্যেই প্রচারও শুরু করে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী নাগরিক মহলের কাছ থেকে আমরা সহযোগিতা পাব।

    মাইকে করে পুরসভা এলাকার অলিতেগলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ওই ঘোষণার কাজ। তাতে বলা হয়েছে ৫০ মাইক্রণের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ৫০ মাইক্রণের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারকারীর বিরুদ্ধে পুর আইন অনুযায়ী পদক্ষেপ ও জরিমানা করা হবে।

    একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা বন্ধ করতেও সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুন ভবন বা বাসস্থান তৈরি বা সংস্কারের সময় রাস্তার উপরেই ডাঁই করে ফেলে রাখা হয় নির্মাণ সামগ্রী। চরম অসুবিধায় পড়েন নাগরিকরা। এমনকি যানবাহনের গতিও থমকে যায়। এই প্রবণতা বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়ে পুরসভার পক্ষ থেকে ঘোষণায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে ব্যক্তিগত নির্মাণ সামগ্রী রাখতে দেওয়া হবেনা। নির্দেশ অমান্য করলে পুর আইন অনুযায়ী পদক্ষেপ ও জরিমানা দিতে হবে।

    তরিতরকারি ও সব্জি বিক্রেতাদের মধ্যে বাতিল সামগ্রী রাস্তার উপরেই ফেলা দেওয়ার প্রবণতাও নজর এড়ায়নি পুরসভার বর্তমান প্রশাসকমণ্ডলীর। পুরসভার পক্ষ থেকে ঘোষণা করে এই ধরণের প্রবণতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ইংলিশবাজার পুরসভার পক্ষ থেকে।

    একই সঙ্গে শহরের বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে পুরসভার বিভিন্ন ড্রেনগুলি নতুন করে পরিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেগুলি উপচে পড়ে চরম সমস্যা তৈরি করে। এবার তাই ড্রেনগুলি দ্রুত পরিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    নাগরিকদের জানানো হয়েছে, পরিস্কার করার সময় নর্দমার জল রাস্তার উপরে উঠে আসতে পারে। তাতে সাময়িক সমস্যাও তৈরি হতে পারে। কিন্তু বৃহত্তর সমাধানের লক্ষ্যে এই অসুবিধার সঙ্গে সাময়িকভাবে খাপ খাইয়ে নিতে অনুরোধ করা হয়েছে।

    পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও নাগরিক সমাজের বক্তব্য, যতক্ষণ না আমরা স্থায়ী নিকাশি ও পরিচ্ছন্নতার সমাধান দেখতে পাচ্ছি স্পষ্টভাবে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবেনা। তবে পুরো বিষয়টিতে কিছুটা হলেও তাঁরা আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন নাগরিকরা।