|
---|
শরীফুল ইসলাম , নদীয়া :
পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর-এর পরিচালনায় জেলা গ্রন্থাগার কৃত্যক আয়োজিত নদীয়া জেলা বই মেলার শুভ সূচনা আজ, মঙ্গলবার, কৃষ্ণনগর সি.এম. এস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো। শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কারাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক নদীয়া, তেহট্ট’র বিধায়ক গৌরী শংকর দত্ত , শিবনাথ চৌধুরী , জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, অবনিমোহন জোয়াদ্দার, এবং নদীয়া -মুর্শিদাবাদ গ্রন্থাগার আধিকারিক প্রবোধ মাহাতো এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
মেলায় দেশি, বিদেশি বহু প্রকাশনা সংস্থা তাঁদের বিভিন্ন লেখকের গ্রন্থ নিয়ে উপস্থিত থাকবেন ।বাংলার বিকাশ, ঐতিহ্য , সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার আহবান নিয়ে প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
“বই -এর জন্য হাঁটুন। বই পড়ুন।” — এই স্লোগান কে সামনে রেখে নদীয়া জেলা চৌত্রিশতম বই মেলার উদ্বোধনের প্রারম্ভে শুরু হয় এক পদ যাত্রা। সামিল ছিল জেলার বই প্রেমী বিভিন্ন প্রান্তের অজস্র মানুষ। এক ঝাঁক প্রশাসনিক কর্তা সহ পদ যাত্রার মিছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠ হয়ে খ্রীষ্ঠান মিশন স্কুল মাঠে এসে শেষ হয়।
৮ – ১৪- জানুয়ারি ২০১৯ পর্যন্ত মেলা চলবে। খোলা থাকবে প্রতিদিন বেলা ১ টা থেকে রাত ৮ টা ও ছুটির দিন বেলা ১২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত । প্রবেশ মূল্য সাধারণের জন্য দৈনিক ২ টাকা, সিজিন ১০ টাকা এবং ছাত্র -ছাত্রীদের বৈকাল সাড়ে চারটা পর্যন্ত অবাধ করা হয়েছে।