জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন, আশা কর্মীদের

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- শুক্রবার রাজ্য ব্যাপী একযোগে আশা কর্মীরা তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন।পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের ( এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) নেতৃত্বে ১৫ দফা দাবিতে মিছিল, পথ অবরোধ পরে জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

    আন্দোলনরত আশা কর্মীরা

    উল্লেখ্য গ্রাম স্তরে প্রতিটি পরিবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজের দায়িত্ব সামলাচ্ছেন এই আশা কর্মীরা।সংগঠনের দাবি যে, দীর্ঘদিন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও সেই অর্থে তাঁরা এখনো অবহেলিত অবস্থায় বিদ্যমান। সরকারি নিয়মানুসারে দিনমজুরির বেতন টুকুও তাদের দেওয়া হয়না বলে অভিযোগ।

    সেই সমস্ত অভাব অভিযোগ নিয়ে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এদিন বীরভূমেও সিউড়ি এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন দেন।আশা কর্মীদের দাবি হিসেবে তুলে ধরা হয় স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা, নূন্যতম ২১ হাজার টাকা মাসিক বেতন, ইন্সেন্টিভ একসঙ্গে প্রদান, বোনাস -পিএফ এবং পেনশনের সুবিধা এরূপ ১৫ দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান বলে জানা যায়।রামপুরহাট স্বাস্থ্য জেলায় সিএমওএইচ ডাঃ শোভন দে এবং বীরভূম স্বাস্থ্য জেলায় সিএমএইচ ডাঃ হিমাদ্রি কুমার আড়ীর নিকট তারা স্মারকলিপি জমা দেন। রামপুরহাট এলাকায় নেতৃত্ব দেন আয়েশা খাতুন, নয়না খাতুন,অশ্রুকনা এবং সিউড়ি সদরের নেতৃত্বে ছিলেন নমিতা দাস,মাধুরী সিনহা, জিনা চট্ররাজ সহ অন্যান্য নেতৃত্বগন। উল্লেখ্য,বীরভূম জেলার ১৯টি ব্লক এলাকায় ৪ হাজারেরও বেশি আশা কর্মী স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষ ইতিপূর্বে বেশ কিছু দাবি মেনে নিয়েছেন।আজকে দেওয়া স্মারক লিপিতে দাবি সমূহ এক সপ্তাহের মধ্যে পূরণের আশ্বাস না পাওয়া গেলে আগস্টের ৩ তারিখ থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন সংগঠনের পক্ষ থেকে।