|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: “নারীর শত্রু পুরুষ” এই কথাটা খুবই প্রচলিত। কিন্তু বাস্তবে কি আদৌ তাই? সম্পূর্ণ উল্টো একটি চিত্র দেখা গেলো। এখানে নারীর শত্রু একজন নারী।
ঘটনাটি ঘটেছে হাতিবাগানের বাসিন্দা চৈতালি দের সাথে। বিবাহের পাঁচ বছর পর মৃত্যু হয় ওনার স্বামী শ্রী সঞ্জয় বসাকের। এরপরেই ওনার উপর অমানবিক অত্যাচার চালায় ওনার ননদ কৃষ্ণা বসাক পাল এবং ঘর ছাড়া করে ওনাকে। এর সাথে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে ওনাকে। এখানে থেমে যাননি ওনার ননদ। কলকাতা কর্পোরেশনে বাড়ি মিউটেশন করে সবকিছু নিজের নামে করে নেন কৃষ্ণা দেবী।
সুবিচার পেতে চৈতালি দেবী আইনজীবী দেবরাজ মল্লিকের দ্বারস্থ হন। মামলা দায়ের করা হয় কৃষ্ণা বসাক পাল ও বটতলা থানার বিরুদ্ধে। মৃত মানুষের নাম ভাঙিয়ে বাড়ি মিউটেশন করানো হয়, এই অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় মামলা।