এসএসসি কে আগামী ১৬ আগস্টের মধ্যে ‘স্বচ্ছ’ মেধা তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন : শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি চলে।এসএসসি’কে ফের মেধাতালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে । যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও তথ্য দিতে হবে ।পাশাপাশি আদালতের এও নির্দেশ -, ‘যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা? সেটা বলতে হবে রিপোর্ট পেশে’।এসএসসির নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । ‘নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ?’, এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। ‘এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?’ এদিন মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা  হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।আগামী ১৬ অগাস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের । ‘নতুন তালিকা প্রকাশ এবং  আদালতের নির্দেশ পালনের জন্য’,’সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি’। ‘নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে’, ‘সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে’, ‘তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেব এসএসসি’, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির।আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। আগামী ১৮ অগাস্ট এই  মামলার পরবর্তী শুনানি রয়েছে । এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, -‘ এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি’র উপস্থিতিতে’।অভিযোগ উঠেছে, ২০১৬ এসএলএসটি এর  আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল। তবে এই প্রেক্ষিতে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ডেটা রুম এখনই এসএসসির হতে তুলে দেওয়া যাবে না। তবে আদালতের  নির্দেশ থাকলে সিবিআই ও এনআইসি প্রতিনিধিদের উপস্থিতিতে ডেটা রুম ব্যবহার করা যাবে। কিন্তু ৩ দিনের বেশি সে কাজের জন্য তাদের বরাদ্দ করা যাবে না। এদিকে, কম নম্বর পাওয়া সত্বেও বিশ্বজিত্‍ বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে কেন? এর কারণ ব্যাখ্যা করে হলফনামা দিতে হবে ১৬ আগস্টের মধ্যে, নির্দেশ আদালতের।শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি ইতিমধ্যেই দু দফায় নগদ ৫০ কোটির বেশি টাকা, প্রচুর সোনার গহনা সহ জমি – জায়গা – বাড়ির সন্ধান পেয়েছে। রাজ্য রাজনীতি তো বটেই সর্বভারতীয় ক্ষেত্রে তা আলোড়ন পড়ে গেছে।যাঁর নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই – ইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে, সেই বিচারপতির এজলাসে গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগে আরও একটি বেনিয়মের অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত হয় শুক্রবার দুপুরে এই মামলার শুনানি চলে। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে ।ফের  নতুন মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের তরফে নবম-দশম শ্রেণীর পরীক্ষার নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা নিয়েই আপত্তি তোলা হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের তরফে ।অভিযোগ, সংরক্ষণ নিয়ম এই মেধাতালিকায় মানা হয়নি। মেধাতালিকার বাইরে থেকেও চাকরি দেওয়া হয়েছে বলে  মামলাকারীদের অভিযোগ।দুর্নীতির অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার   কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই মামলা গ্রহণের অনুমতি দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।দাখিল মামলায় জানানো হয়েছে – ‘ এসএসসি যে বিস্তারিত মেধাতালিকা প্রকাশ করেছে তাতে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। ওই মেধাতালিকা কে  ‘হাইজাম্প’ করে চাকরি পেয়েছেন অনেকে’। নবম-দশম, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি পর্যন্ত সমস্ত নিয়োগেই দুর্নীতি ঘটেছে   বলে অভিযোগ। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল রাজ্য করলেও সিবিআই তদন্ত প্রক্রিয়ায় কোন স্থগিতাদেশ জারি করেনি ডিভিশন বেঞ্চ।  এসএসসি-র বিরুদ্ধে এই নতুন মামলার শুনানি পর্ব গুলিতে কী হয় এখন সেটাই দেখার।বিস্তারিত মেধা তালিকা প্রকাশ হতেই ফের দুর্নীতির অভিযোগ চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানিয়েছেন  -‘ এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেক প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে’। এদিন চাকরিপ্রার্থীদের একাংশের আইনজীবীর কাছ থেকে  এই দাবি শোনার পরেই তাদের নতুন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।গত ১২ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নবম-দশম শিক্ষক নিয়োগের বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন কে।গত  ১৪ জুলাই নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। আগের তালিকার সঙ্গে এই তালিকার সামান্য পার্থক্য ছিল বলে জানা গেছে । এই তালিকায় কৃতীদের নামের পাশাপাশি তাদের প্রাপ্ত নম্বরের বিভাজনও দেখাতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ হতেই ফের শিক্ষক নিয়োগে নতুন অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগ, নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ম মানা হয়নি। গত বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা আদালতকে জানায়, -‘ নবম-দশমে নিয়োগের ক্ষেত্রেও তালিকার বাইরে অনেককে চাকরি দেওয়া হয়েছে।ওই তালিকায় সংরক্ষণের নিয়মও মানা হয়নি। তাছাড়া সামনের দিকে থাকা প্রার্থীদের টপকে চাকরি দেওয়া হয়েছে মেধাতালিকার পিছনে থাকা প্রার্থীদের। ‘হাই জাম্প ফর্মুলা’-তে চাকরি দেওয়া হয়েছে’। এই সব অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এদিন তাঁরা নতুন করে মামলা করার আর্জিও জানালে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় মামলা করার অনুমতি দেন।মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, -‘ আদালতের নির্দেশে এসএলএসটি  নম্বরসহ মেধা তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে এসএসসি। সেই তালিকার সঙ্গে আগে প্রকাশিত তালিকার বেশ কয়েকটি জায়গায় গরমিল রয়েছে। শুধু তাই নয়, তালিকা তৈরির ক্ষেত্রে সংরক্ষণবিধি মানা হয়নি। তালিকায় নীচের দিকে নাম থাকলেও চাকরি পেয়েছেন এমন বেশ কয়েকটি ঘটনা রয়েছে। তালিকায় নাম না থাকলেও চাকরি পেয়েছেন তেমন ঘটনাও রয়েছে’।এদিন কলকাতা হাইকোর্টের তরফে আগামী ১৬ আগস্টের মধ্যে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    এসএসসি কে আগামী ১৬ আগস্টের মধ্যে ‘স্বচ্ছ’ মেধা তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মোল্লা জসিমউদ্দিন,

    শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি চলে।এসএসসি’কে ফের মেধাতালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে । যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও তথ্য দিতে হবে ।পাশাপাশি আদালতের এও নির্দেশ -, ‘যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা? সেটা বলতে হবে রিপোর্ট পেশে’।এসএসসির নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । ‘নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ?’, এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। ‘এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?’ এদিন মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা  হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।আগামী ১৬ অগাস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের । ‘নতুন তালিকা প্রকাশ এবং  আদালতের নির্দেশ পালনের জন্য’,’সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি’। ‘নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে’, ‘সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে’, ‘তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেব এসএসসি’, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির।আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। আগামী ১৮ অগাস্ট এই  মামলার পরবর্তী শুনানি রয়েছে । এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, -‘ এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি’র উপস্থিতিতে’।অভিযোগ উঠেছে, ২০১৬ এসএলএসটি এর  আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল। তবে এই প্রেক্ষিতে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ডেটা রুম এখনই এসএসসির হতে তুলে দেওয়া যাবে না। তবে আদালতের  নির্দেশ থাকলে সিবিআই ও এনআইসি প্রতিনিধিদের উপস্থিতিতে ডেটা রুম ব্যবহার করা যাবে। কিন্তু ৩ দিনের বেশি সে কাজের জন্য তাদের বরাদ্দ করা যাবে না। এদিকে, কম নম্বর পাওয়া সত্বেও বিশ্বজিত্‍ বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে কেন? এর কারণ ব্যাখ্যা করে হলফনামা দিতে হবে ১৬ আগস্টের মধ্যে, নির্দেশ আদালতের।শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি ইতিমধ্যেই দু দফায় নগদ ৫০ কোটির বেশি টাকা, প্রচুর সোনার গহনা সহ জমি – জায়গা – বাড়ির সন্ধান পেয়েছে। রাজ্য রাজনীতি তো বটেই সর্বভারতীয় ক্ষেত্রে তা আলোড়ন পড়ে গেছে।যাঁর নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই – ইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে, সেই বিচারপতির এজলাসে গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগে আরও একটি বেনিয়মের অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত হয় শুক্রবার দুপুরে এই মামলার শুনানি চলে। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে ।ফের  নতুন মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের তরফে নবম-দশম শ্রেণীর পরীক্ষার নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা নিয়েই আপত্তি তোলা হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের তরফে ।অভিযোগ, সংরক্ষণ নিয়ম এই মেধাতালিকায় মানা হয়নি। মেধাতালিকার বাইরে থেকেও চাকরি দেওয়া হয়েছে বলে  মামলাকারীদের অভিযোগ।দুর্নীতির অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার   কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই মামলা গ্রহণের অনুমতি দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।দাখিল মামলায় জানানো হয়েছে – ‘ এসএসসি যে বিস্তারিত মেধাতালিকা প্রকাশ করেছে তাতে সংরক্ষণের নিয়ম মানা হয়নি। ওই মেধাতালিকা কে  ‘হাইজাম্প’ করে চাকরি পেয়েছেন অনেকে’। নবম-দশম, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি পর্যন্ত সমস্ত নিয়োগেই দুর্নীতি ঘটেছে   বলে অভিযোগ। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল রাজ্য করলেও সিবিআই তদন্ত প্রক্রিয়ায় কোন স্থগিতাদেশ জারি করেনি ডিভিশন বেঞ্চ।  এসএসসি-র বিরুদ্ধে এই নতুন মামলার শুনানি পর্ব গুলিতে কী হয় এখন সেটাই দেখার।বিস্তারিত মেধা তালিকা প্রকাশ হতেই ফের দুর্নীতির অভিযোগ চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানিয়েছেন  -‘ এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেক প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে’। এদিন চাকরিপ্রার্থীদের একাংশের আইনজীবীর কাছ থেকে  এই দাবি শোনার পরেই তাদের নতুন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।গত ১২ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নবম-দশম শিক্ষক নিয়োগের বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন কে।গত  ১৪ জুলাই নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। আগের তালিকার সঙ্গে এই তালিকার সামান্য পার্থক্য ছিল বলে জানা গেছে । এই তালিকায় কৃতীদের নামের পাশাপাশি তাদের প্রাপ্ত নম্বরের বিভাজনও দেখাতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ হতেই ফের শিক্ষক নিয়োগে নতুন অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগ, নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ম মানা হয়নি। গত বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা আদালতকে জানায়, -‘ নবম-দশমে নিয়োগের ক্ষেত্রেও তালিকার বাইরে অনেককে চাকরি দেওয়া হয়েছে।ওই তালিকায় সংরক্ষণের নিয়মও মানা হয়নি। তাছাড়া সামনের দিকে থাকা প্রার্থীদের টপকে চাকরি দেওয়া হয়েছে মেধাতালিকার পিছনে থাকা প্রার্থীদের। ‘হাই জাম্প ফর্মুলা’-তে চাকরি দেওয়া হয়েছে’। এই সব অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এদিন তাঁরা নতুন করে মামলা করার আর্জিও জানালে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় মামলা করার অনুমতি দেন।মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, -‘ আদালতের নির্দেশে এসএলএসটি  নম্বরসহ মেধা তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে এসএসসি। সেই তালিকার সঙ্গে আগে প্রকাশিত তালিকার বেশ কয়েকটি জায়গায় গরমিল রয়েছে। শুধু তাই নয়, তালিকা তৈরির ক্ষেত্রে সংরক্ষণবিধি মানা হয়নি। তালিকায় নীচের দিকে নাম থাকলেও চাকরি পেয়েছেন এমন বেশ কয়েকটি ঘটনা রয়েছে। তালিকায় নাম না থাকলেও চাকরি পেয়েছেন তেমন ঘটনাও রয়েছে’।এদিন কলকাতা হাইকোর্টের তরফে আগামী ১৬ আগস্টের মধ্যে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।