নওদা ব্লকে শতাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান

নতুন গতি নিউজ ডেস্ক, ২৩ আগষ্ট, মুর্শিদাবাদ: ন‌ওদা ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল কুমার মণ্ডলের হাত ধরে আজ শতাধিক তৃণমূল কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সুত্র মারফত জানা যায়, তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেয়া কর্মীরা বলেছেন, আমরা অধীররঞ্জন চৌধুরীর উন্নয়নকে দেখেই কংগ্রেসে যোগ দিয়েছি। ন‌ওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল তৃণমূল থেকে আগত কর্মীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে বলেন, “শেষ অবধি তৃণমূল দলে একজন কর্মীও থাকবে না, কারণ তৃণমূল দল অন্যান্য বিজেপি বিরোধী দলের সঙ্গে আপোষ করতে জানে না” 

    তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেয়া প্রত্যেকেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসা সত্ত্বেও ক্রমেই পুরনোদের গুরুত্ব কমছিল। তাছাড়া ভারতে বিজেপির বিকল্প একমাত্র জাতীয় কংগ্রেস দল‌ই হতে পারে বলেই আমরা ব্লক সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগদান করলাম।”
    তাঁরা আরও বলেন, “ইচ্ছে ছিল অধীর চৌধুরীর হাত থেকেই কংগ্রেস দলের পতাকা গ্রহন করে দলে যোগ দেবো। কিন্তু বর্তমানে তিনি পার্লামেন্ট ছেড়ে আসতে পারেননি বলে, তাঁর নির্দেশেই সুনীল বাবুর হাত থেকেই কংগ্রেসের পতাকা গ্রহন করলাম।” উল্লেখ্য যে, ন‌ওদা ব্লকের আমতলা কংগ্রেস কার্যালয়ে বেলা ১১ টা নাগাদ এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।