মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের সভা

নতুন গতি নিউজ ডেস্ক, ২৩ আগষ্ট কলকাতা: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয় কলকাতার তালতলা লেনে।মাদ্রাসা শিক্ষার প্রতি কেন্দ্রীয় সরকারের চরম অনীহা সহ বিদ্বেষ ও অপপ্রচারের দ্বারা মাদ্রাসা শিক্ষাকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই মুলত এই সভা। মাদ্রাসা শিক্ষা যে প্রকৃত অর্থে দেশাত্মবোধ এবং মূল্যবোধের শিক্ষা দেয়, সে বিষয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলি বলেন, “প্রকৃত সম্প্রীতির শিক্ষা দেয় একমাত্র মাদ্রাসা শিক্ষা। দেশের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষা একটি ঐতিহ্যশালী শিক্ষা ব্যবস্থা বহন করে আসছে। এমনকি মানবতাবোধ, মূল্যবোধ, এবং দেশাত্মবোধ‌ই হল মাদ্রাসা শিক্ষার মূল বৈশিষ্ট্য।”

    রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এমএসকে, এসএসকে মাদ্রাসা ও মাদ্রাসার বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত হয়। বিষয়গুলি নিয়ে সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
    ‘জয়ীফ’ এর কর্ণধার বিশিষ্ট সমাজসেবী পীরজাদা মহিবুল্লাহ হুসাইন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে বিভাগীয় দপ্তরের হস্তক্ষেপ দাবি করেন। সমস্যার দ্রুত সমাধান করে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে মূলস্রোতে নিয়ে আসার আহ্বান জানান।
    সংগঠনের রাজ্য সম্পাদক জাকির হোসেন বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা কোন অংশে কম ছিল না। তাই অন্যদের কাছ নতুন করে দেশপ্রেম শেখার প্রয়োজন নেই। মাদ্রাসা কখনো জঙ্গি শিক্ষা দেয় না, মাদ্রাসা শিক্ষা দেয় প্রকৃত সম্প্রীতির শিক্ষা।
    সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কাজী তৈয়েবুল্লা, সাহেব আলী আনিসুর রহমান, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক মিজানুল হক, শফিকুল ইসলাম, আজান আলি, জাহাঙ্গীর হোসেন, শামসুল আলম, মুদাসসের আলী, গোলাম হোসেন খান, মাওলানা সমির উদ্দিন প্রমূখ।