সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীদের উপর আক্রমনের তীব্র নিন্দা জানালেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দীকি আল কোরায়েশী

আবু সালেহ মুসা, ফুরফুরা শরীফ:সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীদের উপর আক্রমনের তীব্র নিন্দা জানালেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দীকি আল কোরায়েশী।

    তিনি বলেন, ভারতীয় সংবিধান আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার গ্যারান্টি দিয়েছেন এবং মহান সংবিধান আমাদের সম্পূর্ন স্বাধীনতা দিয়েছে স্বাধীনভাবে সংগঠন গড়ে তোলার এবং গনতান্ত্রিক পদ্ধতিতে জনস্বার্থে প্রতিবাদ বা আন্দোলন করার। কিন্তু দূর্ভাগ্য বর্তমানে কিছু রাজনৈতিক মদতপূষ্ট রাজনৈতিক দলের স্বঘোষিত দেশপ্রেমিকরা সংবিধানকে অবমাননা ও অপমানিত করার ঠিকাদারি করছেন।
    গনতন্ত্রের কন্ঠরোধ করার জন্য অরাজনৈতিক প্রতিষ্ঠানের সংগঠকদের উপর আক্রমন করে সমাজে ভয়-ভীতির সঞ্চার করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছেন। তিনি প্রশাসনের নিকট আবেদন করেন অবিলম্বে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীদের উপর আক্রমনকারী দূষ্কৃতিদের গ্রেপ্তার করতে হবে ও শাস্তি দিতে হবে।