ক্ষতিগ্রস্ত নদীবাধ মেরামত এবং ত্রাণসামগ্রী দেওয়া সহ চার দফা দাবিতে মালদার মথুরাপুর ২ নং বিডিও অফিস ঘের ও CPIM এর

নতুন গতি নিউজ ডেস্ক :ক্ষতিগ্রস্ত নদীবাধ মেরামত এবং ত্রাণসামগ্রী দেওয়া সহ চার দফা দাবিতে মথুরাপুর ২ নং বিডিও অফিস ঘের ও CPIM এর। দুপুর ৩ টে থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্ব দেন CPIM নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। এছাড়াও এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন বর্ষীয়ান cpim নেতা বিমল ভান্ডারী। ইয়াসিন গাজী, SFI নেতা তুহিন ভান্ডারী। প্রায় হাজার খানেক লোক ত্রাণসামগ্রী দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বলে খবর। এছাড়াও এজবেস্টসৈর বদলে পাকা ছাদ দেওয়ার দাবি এবং নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে দেওয়ার দাবিতে আন্দোলন করছে তারা। এই মূহুর্তে বিডিও অফিস ঘেরাও করে রেখেছে তারা। রায়দিঘী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌছেছে বলে খবর।