লক ডাউনে ঘরবন্দী থাকা প্রায়১০০ টি পরিবারকে খাদ্য সামগ্রিক তুলেদিলেন সৎসঙ্গ সংগঠন

নতুন গতি নিউজডেস্ক : যে ভাবে বেরে চলেছে লক ডাউন এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া দিন আনা দিন মজুর মজুর ঘরবন্দী হয়ে রয়েছে। এই মারন ভাইরাস জন্য। কাজকর্ম হারিয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। তার মধ্যে ঘাড়ের উপর বোঝা হয়ে রয়েছে বৈদ্যুতিক বিল।এরি মধ্যে ঝরের তান্ডব বুধবার হবিবপুর ব্লকের সৎসঙ্গ উপজোযনার কেন্দ্র পক্ষ থেকে বুলবুলচন্ডী অঞ্চলের বিভিন্ন জায়গায় স্যোসাল ডিস্টেন্স বজায় রেখে দরিদ্র পরিবার হাতে চাল ডাল আলু সোওয়াবিন চা ও মাস্ক তুলেদিলেন সৎসঙ্গে সংগঠন সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা অনুপ সরকার বলেন যে ভাবে লক ডাউনের মেয়াদ বেরে চলেছে মানুষ কাজকর্ম হারিয়ে ঘরবন্দী হয়ে রয়েছে এই পরিস্থিতিতে মানুষের পাশে দারানো চেষ্টা করছি আমাদের এই সংগঠনের সদস্যরা আজ ১০০ টি পরিবারকে চাল ডাল আলু সহ বিভিন্ন সামগ্রিক তুলেদেওয়া হয়।