|
---|
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সরকারীভাবে জারি করা হল জিটিএর শপথ গ্রহন অনুষ্ঠানের দিনক্ষন। আগামী 12জুলাই দার্জিলিং এর চৌরাস্তায় অনুষ্ঠিত এই এই শপথ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনই রাজভবন থেকে শপথগ্রহনের নির্দেশিকা এসে পৌঁছেছে জেলাপ্রশাসনে। সভাসদদের শপথবাক্য পাঠ করাবেন উত্তরবঙ্গের বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন। তাঁকে এই দায়িত্বভার অর্পন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আগামী 15 জুলাই জিটিএতে সভাসদদের নিয়ে প্রথম মিটিং করার নির্দেশও দিয়েছেন ধনকর। জিটিএর শপথ গ্রহন অনুষ্ঠানের নির্দেশিকা জারি হলেও এখনও জারি হয়নি শিলিগুড়ি মহকুমা পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠানের তারিখ। তবে চলতিমাসের মাঝামাঝিতেই শিলিগুড়ি মহকুমার শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করতে চায় জেলা প্রশাসন। আর মমতা বন্দোপাধ্যায় নিজেই শপথ গ্রহন অনুষ্ঠানে ভীষনভাবে উপস্থিত থাকতে আগ্রহী।তাই শত ব্যাবস্থার মধ্যেও জিটিএ এর শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।জিটিয়ের শপথগ্রহন অনুষ্ঠান হবে দুপুর একটার সময়। তার আগেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে কে কে থাকবেন সেটা অবশ্য এখনো জানা যায় নি। মুখ্যমন্ত্রী নিজেও খুব একটা আগ্রহ প্রকাশ করেননি কাউকে নিয়ে আসার ক্ষেত্রে, এই জিটিএর শপথ গ্রহন অনুষ্ঠানে।