|
---|
মালদা,৩০ মে : রবিবার সকালে জলাশয় থেকে এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ইংরেজবাজার থানার মহানন্দা পল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গাড়ি চালকের নাম দীপক রবিদাস (৪২)। বাড়ি মহানন্দা পল্লী এলাকায়।
গত ২৭ মেয়ে থেকে নিখোঁজ ছিল ওই গাড়িচালক বলে জানা গিয়েছে।
মৃত্যুর স্ত্রী পূজা রবিদাস গত শুক্রবার ইংরেজবাজার থানা নিখোঁজের ডায়েরি করেন।
নিখোঁজের ৪ দিন পর মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় একটি জলাশয়ে ওই গাড়ি চালকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতর পরিবার এবং স্থানীয় প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। তারা মৃতদেহ শনাক্ত করেন।
ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে কি কারণে কই গাড়ি চালকের মৃত্যু তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।