|
---|
মালদা,৩০ মে : নর্দমা পরিষ্কার এর সময় এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের ধারে।
রবিবার সকাল সাড়ে ১০ নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরনো গেটের সামনে নর্দমা পরিষ্কার করছিলেন এক হরিজন।
তিনি জানিয়েছেন নর্দমা পরিষ্কার এর সময় একটি সদ্যজাত পুত্র সন্তানের দেহ উদ্ধার হয়। তবে কিভাবে দেহটি নর্দমায় এলো তা পরিষ্কারভাবে বলতে পারেননি তিনি।
খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমান সেখানে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। স্থানীয়দের অনুমান আশেপাশে রয়েছে মেডিকেল কলেজ ও বেশ কয়েকটি বেসরকারি নার্সিং হোম। সেখান থেকেই হয়তো কেউ বা কারা সদ্যজাতর মৃতদেহ নর্দমায় ফেলে পালিয়ে যায়।