|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: কোভিড আবহকালে শহরজুড়ে স্যানিটাইজ করল রেড ভলেনটিয়ার। রবিবার দুবরাজপুর শহরের জনবহুল এলাকা, বাজার, হাটে, শহরের রাস্তা সবই স্যানিটাইজ করে দুবরাজপুর রেড ভলান্টিয়ার্স টিমেরর সদস্যরা।
সংগঠকরা জানান, শহরজুড়ে স্যানিটাইজ করা সহ সাধারণ মানুষ যাতে সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করে তার প্রচার ও মাস্ক বিহীন মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় সাধারন মানুষকে। কোভিড আবহকালে সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআইের সদস্যরা বীরভূম জেলা জুড়ে স্যানিটাইজ করা হয় মাস্ক বিতরন ও কোরনা আক্রান্ত মানুষকে অক্সিজেন দিয়ে সাহায্য করা সহ নানাবিধ আপদকালীন সাহায্য করছে।