|
---|
সংবাদদাতা : আজ থেকে বর্ধমান শহরের টাউনহল ময়দানে শুরু হোলো বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০১৯ | মেলার প্রধান গেট নামকরণ করা হয় অক্ষয় কুমার দত্তের জন্ম দ্বিশত বর্ষ স্মরণে | দেশ বিদেশ থেকে প্রায় তিনশ লিটল ম্যাগাজিন এই মেলায় অংশ নিয়েছে | বাংলাদেশের বিশিষ্ট পত্রিকা ‘ঈক্ষণ’ নিয়ে এসেছেন তার সম্পাদক ও কবি আবুল বাশার পল্টু, আছেন ‘বকুলফুল’এর সম্পাদিকা ও কবি মিনতি গোস্বামী আছেন বিভিন্ন গ্রন্থপ্রণেতা অধ্যাপিকা আশরফি খাতুন কবি জাহেদুল ইসলাম কবি বিকাশ বিশ্বাস ও অনেকে |বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেলা প্রাঙ্গনে চাঁদের হাট বসেছিল | দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই মেলায় অনুষ্ঠিত হচ্ছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান |আগামী ২৪তারিখ পর্যন্ত চলবে এই মেলা |