|
---|
নুরুল্লাহ হালদার,লক্ষীকান্তপুর: দক্ষিণ 24 পরগনা জেলা প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ এর আয়োজন করেন। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি শিক্ষক জাকির হোসেন- তিনি বলেন বর্তমানে করোনাভাইরাস ও লকডাউন মোকাবেলায় মানুষ কর্মহীন হয়ে যাওয়াই পিওয়াইএফ_এর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন বিগত দু মাস ধরে প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন অসহায় দুস্থ গরিবদের সর্বদা বিভিন্ন ধরনের সহযোগিতা করে চলেছেন। ইতিপূর্বে লকডাউন এর ফলে জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন ও প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কয়েকটি এলাকায় চাল ও আলু বিতরণ করা হয়েছিল।
এদিনে উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এরদক্ষিণ 24 পরগণা জেলা সম্পাদক শিক্ষক মিজানুল হক মন্দিরবাজার ব্লক সভাপতি নুর উল্লাহ হালদার সদস্য সিরাজুল হালদার ও শুকদেব অধিকারী।