আদালতের মধ্যেই মারা গেলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি

জাকির হোসেন সেখ,১৭জুন, নতুন গতি, কলকাতা : আজ ভারতীয় সময় রাত ১০টা ৫ মিনিটে মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আদালতের মধ্যেই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগে শুনানি শেষ হওয়ার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সংশ্লিষ্ট সংবাদ সূত্র মারফত জানা যাচ্ছে যে, আজ আদালতের বিচারক তাঁকে জেরা করার সময় তিনিও বক্তব্য রাখেন। বিচারক আজকের শুনানি সমাপ্ত ঘোষণা করার পর‌ই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    বিস্তারিত খবরের জন্য অনলাইন নিউজ পোর্টাল “নতুন গতি”যে চোখ রাখুন…..