|
---|
নিজস্ব সংবাদদাতা- ডাক্তারের ভুল চিকিৎসা যেমন সময় সময় খবরের শিরোনাম উঠে আসে ঠিক তেমনি উঠে আসে রোগীর পরিবারের হাতে ডাক্তার নিগ্রহের ঘটনা। কিন্তু মানুষের মধ্যে কোন ফাঁদ জাল সৃষ্টি না সব কিছু সমাধান করা সম্ভব। হাসপাতালে গুলি হল দ্বিতীয় ঈশ্বর কার্যালয়। এখানে ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম বহু পরিবারের মুখ হাসি ফুটেছে। তারা ফেরত দিয়েছে অনেক প্রাণ। তবে গুটিকয়েক ডাক্তারের জন্য পুরো ডাক্তার সমাজতাকে কখনোই দোষ করা যায় না। মানুষ মানুষের জন্য এই ভাবনা আমাদের জাগিয়ে তুলতে হবে। এবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ খুলুন কমরেড স্বপন মুখার্জি। তিনি যারা ডাক্তারদের উপর হাত তোলে তাদের প্রতি আমার বিরক্তিকর জানাই। যে কাজটা আমি কখনোই সমর্থনযোগ্য মনে করি না। তবে কিছু ডাক্তারের ভুল ত্রুটি থেকে থাকে সেগুলি সংযত রাখা আবশ্যক। সাধারণ মানুষদের স্বার্থে আমি ডাক্তার বাবু দের অনুরোধ করবো তাদের ব্যক্তিগত চেম্বারের ফিসের নিয়ন্ত্রণ রাখা যাতে সাধারণ মানুষ চিকিৎসা অভাব না মারা। আমরা চাই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে আরো সরকারি ডাক্তার নিয়োগ করা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা।