মেমারি ব্লক১এর দুয়ারে সরকারে ক্যাম্প নিমো ২ গ্রাম পঞ্চায়েত কেন্না প্রাইমারী স্কুলে হয়

রফিকউদ্দিন মণ্ডল  : ১৭ই ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,মেমারি ব্লক ১ এর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়, নিমো২ অঞ্চলের কেন্না প্রাইমারী স্কুলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৫ই ফেব্রুয়ারী ২০২২ থেকে পুনরায় শুরু হলো ‘দুয়ারের সরকার’ ক্যাম্প কর্মসূচি।জেলায় দুয়ারে সরকারের কর্মসূচি চলবে ১৫-২১ ফেব্রুয়ারী পর্যন্ত এবং ১-৭মার্চ ২০২২ পর্যন্ত চলবে। কেন্না প্রাইমারী স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীদের ব্যাপক সাড়া পড়েছে।এই দুয়ারে সরকার ক্যাম্পে স্বস্থ্য চিকিৎসা ব্যবস্থা আছে চিকিৎসক দীপান্বিতা দাস, মনোয়ারা খাতুন ও স্বাস্থ্য কর্মীরা ছিলেন। লক্ষীর ভান্ডারের ফর্ম থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকের নতুন একাউন্ট খোলা, কৃষক বন্ধু, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ইত্যাদি প্রকল্পের ফর্ম জমা পড়েছে চোখে পড়ার মতো। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন বি আই ও আসিফ ইকবাল, গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিতা মাঝি, জাহির হোসেন, প্রাসন্ত মল্লিক, মহ ইমরান, অংশুমান চতুর্বেদী প্ৰমুখরা।