|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত সরবেড়িয়া বিপ্লবী সংঘের আয়োজনে সুন্দরবন গ্রামীণ মেলা প্রতিবছরের মতো এবছরও ৬ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলে। সন্দেশখালি ব্লক ওয়ানের সভাপতি, ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সেখ সাজাহান সাহেব শোভাযাত্রার মাধ্যমে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এক কথায় অভিনব উদ্যোগে মেলার উদ্বোধন করেন।প্রথম দিনই জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত গাওয়া হয়।গ্রামীণ মেলার উদ্বোধক ও ব্লক সভাপতি সেখ সাজাহান বলেন, টানা ৩৩ বছর ধরে যথেষ্ট আড়ম্বরপূর্ণ ভাবে এই মেলার আয়োজন করা হয় । এই মেলায় কমবেশি ২৫০টি স্টল দেওয়া হয়েছে। সুন্দরবন লোক সংস্কৃতি, কৃষ্টি কালচার, ছবি, প্রান্তিক অঞ্চলের চিত্র তুলে ধরা হয়। শুধু তাই নয়, এলাকার গুনিজন, কৃতি ছাত্রছাত্রী, কবি, সাহিত্যিক, লেখক, সমাজসেবী, শিক্ষাবিদদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত করা হয়, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সহ সভাপতি রবসের মোল্লা, পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা, বসিরহাট বিধায়ক রফিকুল ইসলাম, হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর শিক্ষক আবু সিদ্দিক খান, সরবেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী উজির আলি প্রমুখদের।তিনি আরও বলেন, পঃবঃ সরকারের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেনায় এই মেলা। এছাড়া পঃবঃ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তা রয়েছে।এই মেলায় পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্প স্টল করে তুলে ধরা হয় যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের স্টল দেওয়া হয়েছে এবং নারী পাচার বিষয়ে সচেতন করা হয়। এলাকার ভূমি পুত্র আবু সিদ্দিক খান সংবর্ধিত হওয়ার পর বলেন, পশ্চিমবঙ্গে বার্ষিক মেলা সংখ্যা নেহাত কম নয় অসংখ্য প্রাচীন ঐতিহ্য মেলা যেমন আছে তেমনি ধর্মীয় সাংস্কৃতিক মেলা আছে অগণিত যেমন শান্তিনিকেতনের পৌষ মেলা পাথরচাপুরি মেলা ঘুটিয়া শরিফের মেলা হাড়োয়া গোরাচাঁদ মেলা কাজীপাড়া দরগা ব্যারাকপুর সুভাষ মেলা কৃষি মেলা ইত্যাদি।জেলা পরিষদের সদস্য শিব প্রসাদ হাজরা বলেন, মেলা অনুষ্ঠিত হওয়া মানেই সংস্কৃতি চর্চা ও বিনোদনের প্রসার ঘটানো। এখানে টলিউড ও বলিউডের বিখ্যাত গায়ক গায়িকার রোজই পারফরম্যান্স করে। মেলার শেষ দিনে জি বাংলার দিদি নম্বর ওয়ান অডিশন করা হয়।
এই মেলায় প্রায় প্রতিদিন উপস্থিত থেকে মঞ্চকে আলোকিত করেন সেখ সাজাহান, সুকুমার মাহাতো, শিব প্রসাদ হাজরা, সফিকুল ইসলাম, মিজানুর সেখ, বাপী আকুঞ্জী সহ একাধিক ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ।