|
---|
বাবু হক,হাওড়া, নতুন গতি : হাওড়া জেলার উলুবেড়িয়া থানার কাটিলায় অবস্থিত আশা ভবণ সেন্টারের কুড়ি তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক প্রতিভাবান মেয়েরা সমবেত ভাবে স্মরণীয় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক এর সহযোগিতায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় এতে প্রায় একুশ জন মহিলা সহ পুরুষ মিলে প্রয় শতাধিক জন রক্ত দান করেন দীর্ঘ কুড়ি বছরের বর্ণজ্বল কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন আশা ভবণ সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই, প্রদ্বীপ প্রজ্বলন ,কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুলক রায় স্মরণীয় অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলেন নক্ষত্র খচিত মঞ্চে হাওড়া জে জে ই জুঁই দত্ত, উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর নিমু নির্মল জানা, রবিয়াল হক মোল্লা, উলুবেড়িয়া মহিলা থানার ওসি রাজ্য পুরষ্কার প্রাপ্ত মৌসুমী ব্যানার্জী, উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুণ্ডু, রাজাপুর থানার ওসি অজয় কুমার সিং সহ আরো অনেকে আশা ভবণ সেন্টারের সম্পাদীকা কেন্দ্র ও রাজ্য সরকারের নানান পুরষ্কার প্রাপ্ত মমতা ময়ী শুকেসী বাড়ুই স্নেহশপর্শে সমাজের বিভিন্ন স্থানের দরিদ্র দিনমজুর প্রন্তিক জনগোষ্ঠীর পরিবারের সদস্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নারীদের সহ পুরুষদের সক্ষমতায় সহায়তা করে চলেছেন দিবারাত্রি ব্যাপী তাদের শিক্ষা চিকিৎসা ক্রীড়া কর্মদক্ষতা বিকাশে সাধ্যমত সেবা কর্ম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক পুলক রায় তার বক্তব্যে বলেন আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ও দশের জন্য দিবারাত্রি নিবেদিত প্রাণ আপামর জনসাধারণের আর্শিবাদ মাথায় নিয়ে উন্নয়ন ও কল্যাণ কর্মযজ্ঞ করে যাচ্ছেন আমাদের সরকার ও আমি আপনাদের সাথে আছি সবসময় শুভকামনা রইলো আপনাদের সকলের জন্য, তিনি রক্ত দাতাদের উদ্যেশে বলেন আমাদের রাজ্যের ব্লাড ব্যাংক সচল রাখতে আপনাদের মহৎ রক্ত দান রহমান ও রাজুর জীবন বাঁচাতে সাহায্য করবে আপনাদের সকলের সাফল্য কামনা করছি।এক মানসিক চাহিদা সম্পন্ন শিশু র মা রক্ত দান করেন ঐ সময় সেই শিশু আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন অপারেট করা সকলের দৃষ্টি আকর্ষণ করে।আর এক মহিলা আশা ভবণ সেন্টারের কুড়ি বছরের কর্মযজ্ঞের কথা বলতে গিয়ে বলেন আমার কন্যা শিক্ষা গ্রহণে আগ্রহী তাকে সাহায্য করতে এগিয়ে আসে আশা ভবণ সেন্টার না হলে তার পঠন পাঠন বন্ধ হয়ে যেত ,আমি সকল কে আরো বেশি বেশি করে এগিয়ে আসতে বলবো আশা ভবণ সেন্টারকে সহযোগিতা করার জন্য।