চিকিৎসার নামে প্রতারণার শিকার হওয়ায় ডাক্তারবাবুর বাড়ির সামনে ধর্নায় বসলেন রোগীরা

 নিজস্ব প্রতিনিধি,নতুন গতি নদীয়া:চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হওয়ায় চিকিৎসকের বাড়িতে ধর্নায় বসলেন

    নদীয়ার চাপড়ায় থানার বহিরগাছি এলাকায় বাসিন্দা শিখা বৈরাগ্য নামে প্রতারিত হওয়া এক মহিলা জানান, আমার বিয়ে হয়েছে দীর্ঘ ৮ বছর হল। স্বামী দিনমজুরের কাজ করেন। আমাদের বাচ্চা না হওয়ায় ডাক্তার বাণী মন্ডলের কাছে আসি চিকিৎসা করাতে। কিন্তু উনি চিকিৎসার নামে প্রতারণা করেছেন। দীর্ঘ ১১ মাস চিকিৎসা করিয়েও কোনও সুফল পায়নি। চিকিৎসকের শাস্তির দাবি জানাচ্ছি। । ওই মহিলা চিকিৎসক নিজেকে স্ত্রী রোগ বিশেষজ্ঞ বলতেন। নবদ্বীপ থানায় চিকিৎসক বাণী মন্ডলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করলেও সোমবার সকাল হতেই ফের ওই চিকিৎসকের বাড়ির সামনে পুনরায় ধর্ণায় বসতে দেখা যায় প্রতারিত দম্পতিরা। যতদিন না পর্যন্ত অভিযুক্ত চিকিৎসক বাণী মন্ডল গ্রেপ্তার না করা হচ্ছে ততদিন পর্যন্ত ধর্ণা চলবে বলে জানায় মহিলারা। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই চিকিৎসক বাণী মন্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।