বাঁদর-উৎপাত রুখতে সংসদে আর্জি জানালেন সাংসদ তথা 'ড্রিমগার্ল' হেমা

শরিফুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা : গল্পের গরু গাছে তোলা নিয়ে নানা গল্প কথা ও সমালোচনার ঝড় উঠলেও রামভক্ত হনুমান বা বাঁদরের আচরণ নিয়ে কোনো অনুযোগ ছিল না এত কাল দেশে। কিন্তু , এদিনই লোকসভায় বাঁদরের বাঁদরামির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন প্রায় দেশ শুদ্ধ সাংসদ।
সতেরতম লোকসভার শীতকালীন অধিবেশন চলছে। বৃহস্পতিবার, সংসদের জিরো আওয়ারে বাঁদরের উৎপাত থেকে আক্রান্তদের মুক্তির বিষয়টি সুনিশ্চিত করার দাবি তোলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। অনুযোগের সমর্থনে নজিরবিহীন ভাবে এগিয়ে আসেন সংসদের অন্যান্য সদস্য। সর্বত্র বাঁদরগুলির রীতিমতন উৎপাত অতিষ্ঠতার কথা তোলেন প্রথম হেমা-ই ।
একসময়ের বি-টাউনের দাপুটে অভিনেত্রী, ড্রিমগার্ল তথা বিজেপির এই সংসদ সদস্য জানান, তাঁর নির্বাচনী এলাকা তথা মথুরা-বৃন্দাবন, হরিদ্বার সহ গোবর্ধন এলাকায় এই বাঁদর গুলির উৎপাতের শিকার মূলত বাইরের পর্যটক। বাদ যায়না
স্থানীয় বাসিন্দারাও । হনুমান ও বাঁদরের আক্রমণে আহত তো বটেই এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে ওইসব এলাকায় হরদম। বন জঙ্গল কেটে বসতি স্থাপন এবং খাবারের প্রলোভনে এরা লোকালয়ে আসে।
বাঁদরের উৎপাতের জন্য তাঁদের পুরোপুরি উৎখাত করার বিরুদ্ধে অবশ্য অধিকাংশই । আপাত নিরীহ , মাঝে মাঝে হিংস্র এই প্রাণীটির বিপদের কথা স্মরণ করে ইতিমধ্যে সংসদ-ভবন চত্বরে অবাধ বিচরণ ও আক্রান্তের ভয়ে এদের গতি- বিধির উপর নজরদারির জন্য জনা তিনেক কর্মী নিযুক্ত করেছে কেন্দ্র।
পরিবেশের মধ্যেই নির্দিষ্ট অঞ্চলে এদের আস্তানা গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হতে বনদপ্তরকে অনুরোধ করার আর্জি জানিয়েছেন এদিন, বিজেপি সাংসদ হেমা মালিনী ।