|
---|
রাজু আনসারী, সুতি : সাংবাদিক দেবমাল্য বাগচীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্তভাবে যাবতীয় মামলা প্রত্যাহার, সংবাদ মাধ্যমের কর্মীদের খবর সংগ্রহে বাধা দেওয়ার প্রতিবাদ, পোর্টাল সাংবাদিকদের সরকারি পরিচয় পত্র প্রদান, প্রতিটা ব্লকে সাংবাদিক কর্নার সহ নানাবিধ দাবী নিয়ে মুর্শিদাবাদের সুতিতে মৌন মিছিল করলো সাংবাদিকরা। শুক্রবার সুতি থানার ব্যাংডুবি মোড় এলাকা থেকে শুরু হয়ে সুতি থানা পর্যন্ত এই মৌন মিছিলে সামিল হন ফরাক্কা, শামসেরগঞ্জ এবং সুতি থানার সাংবাদিকরা। এদিন মৌন মিছিল করার পাশাপাশি সুতি থানার আইসিকে একটি স্মারকলিপীও প্রদান করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। অবিলম্বে যাবতীয় দাবি পূরণ করা না হলে এবং সাংবাদিকদের উপর মিথ্যা মামলা ও আক্রমণ বন্ধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংবাদমাধ্যমের কর্মীরা