মহাশিবরাত্রি জামালপুরের জৌগ্রামের জলেশ্বর শিবমন্দিরে পঞ্চায়েত সভাপতি মেহেমুদ খান

নিজস্ব সংবাদদাতা, ১ মার্চঃ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও মহাশিবরাত্রি তিথিতে জামালপুরের অন্যতম প্রাচীন জৌগ্রামের জলেশ্বর শিবমন্দিরে গিয়ে সকলের মঙ্গল কামনা করলেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতা মৃদুল মন্ডল ও উপস্থিত ছিলেন মাস্টারমশাই তথা তৃণমূল নেতা অরবিন্দ ভট্টাচার্য্য। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বার বার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে এক হয়ে থাকার বার্তা দিচ্ছেন যখন বার বার বলছেন ধর্ম যার যার উৎসব সবার সেই তারই সেনাপতি হয়ে মেহেমুদ খান অক্ষরে অক্ষরে পালন করছেন। প্রসঙ্গত গতকালই দলের পক্ষ থেকে জামালপুরের দোলোর ডাঙ্গায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে একটি শিব মন্দির সংস্কার করে সাধারণের জন্য খুলে দিয়েছেন। যার দায়িত্ব তিনি দিয়েছিলেন সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাবকে। মেহেমুদ খান নিজেও বার বার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। জনমানসে তাঁর একটা এই বিষয়ে ভাবমূর্তিও তৈরি হয়েছে। সেই কারণে ব্লকের দুর্গা পূজা থেকে বিভিন্ন পুজো উদ্বোধন করতে সব ক্লাব বা বারোয়ারি তাকেই ডাকেন।